বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা 

মাগুরা মহম্মদপুরে গলায় ফাঁস দিয়ে রোজিনা বেগম (২২) নামের এক নারী আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মহম্মদপুর সদরের সূর্যকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটেছে। 

সে ওই গ্রামের রজব আলীর কন্যা। গত শুক্রবার রোজিনা বাড়ির পাশে একটি বাগানে গাছের সাথে রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। 

রোজিনা বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম লাহুড়িয়া পাড়ার মিলন শেখের সাথে। এক পর্যায়ে সাংসারিক বনিবনা না হওয়ায় ছাড়াছড়ি হয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। মৃত নারীর ঝুমুর নামের-৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, শনিবার (২৮ অক্টোবর) মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

টিএইচ